মোঃ হারুন অর রশিদ, উখিয়া, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী স্টেশনের পূর্ব পাশেই প্রথম বারের মতো আধুনিক মানের মহিলা হেফজখানা মাদ্রাসা চালু করা হয়েছে।
৭ই (জানুয়ারি) বুধবার দুপুর ২ঘঠিকার সময় পালংখালী ইউনিয়নের বালুখালী দারুত তাযকিয়্যাহ্ মহিলা এই হেফয্খানাটি দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনের শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী হুয়াইন রশিদ এবং সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ফোরকান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, পালংখালী ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন,ইউনুছ নুর- পরিচালক নূরানী পরিষদ উখিয়া উপজেলা।
মাওলানা আবদুস সালাম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জিয়াউর রহমান-পরিচালক,পালংখালী রহমানিয়া মাদ্রাসা। মাওলানা মোদ্দাসীর- পরিচালক দারুন কোরআন মাদ্রাসা,জামতলী
মাওলানা আবদুল খালেদ- পরিচালক,মাহদুল মারুফ চাকমারকুল। মাওলানা সানাহ উল্লাহ- সভাপতি,সানে সাহাবা খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা। মাওলানা ইউনুস,সালাহ উদ্দিন – পুলিশ সদস্য। রফিকুল ইসলাম আইমন সহ-সভাপতি পালংখালী ইউনিয়ন ছাত্রদল। মাওলানা আবদুল বারী, সাবেক প্রধান শিক্ষক- দারুল ইসলাম মাদ্রাসা। মাওলানা কারী হুয়াইন রশিদ সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফোরকান চৌধুরী বলেন, আসলেই এখানে যারা আছেন সবাই প্রতিষ্ঠানের মালিক এবং পরিচালক। এই মহিলা মাদ্রাসাটা আমার এলাকার গৌরব,আমার এলাকা আজকে গরীব এলাকা। আমার এলাকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসলেই ধন-সম্পদ এমন একটা জিনিস,যা পৃথিবীতে থেকে কেউ নিয়ে যেতে পারে না,আর এই মহৎ কাজ গুলো সবাই করতে পারে না, আল্লাহর রহমতে ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি এক সেকেন্ড ও বিশ্বাস করিনা, আল্লাহ চাইলে আমাকেই যে কোন মুহুর্তে নিয়ে যেতে পারেন। আমি সবার প্রতি অনুরোধ করছি,এই মাদ্রাসা প্রতিষ্ঠার যার অবস্থান মিজান হুজুরের পাশে এলাকা বাসী কে দাঁড়াতে হবে।
প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মিজানুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ আমরা আজকে দারুত তাযকিয়্যাহ্ মহিলা হেফজখানা উদ্ভোধন করিছি। কুরআন প্রেমিক, রাসুল প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার মায়ের জাতী কে প্রতিষ্ঠিত করার জন্য। একথায় আল্লাহর কালামুল্লাহ হাকিমের প্রচার প্রসারের লক্ষ্যে আমরা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা করেছি। আমাদের এখানে কোরআনের আধুনিক শিক্ষা, পর্দা সহ ১০০ ভাগ নিশ্চিত করণে আমরা কাজ করে যাচ্ছি।
