ডেস্ক
একসময় নিয়মিতভাবেই একসঙ্গে কাজ করতেন তাঁরা। পর্দায় জমে উঠত রসায়ন, দর্শকের কাছেও ছিল জনপ্রিয়তা। সময়ের ব্যবধানে সেই পথচলা থেমে যায়। কেটে যায় দীর্ঘ ১৫ বছর। অবশেষে সেই বিরতি ভেঙে আবারও একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। তবে এবার টেলিভিশন নাটকে নয়, তাদের একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’–এ।
তিন পর্বের এই ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে। সিরিজটির পরিচালকও শাহরিয়ার নাজিম জয় নিজেই। গল্পের মূল ভাবনায় রয়েছে একটি চিরচেনা প্রবাদ—‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। জয় জানান, এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে তাঁর জন্য বিশেষ আনন্দের।
দুই দশকেরও বেশি সময় আগে বিনোদন জগতে যাত্রা শুরু করেন জয় ও কুসুম। ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে কুসুম সিকদারের অভিনয়জীবনের সূচনা। একই বছরে তাঁর প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে সহশিল্পী ছিলেন শাহরিয়ার নাজিম জয়। এরপর একসময় নিয়মিতভাবেই বিভিন্ন নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা।
তবে ক্যারিয়ারের মাঝপথে প্রায় আট বছর টেলিভিশন নাটক থেকে দূরে ছিলেন কুসুম সিকদার। তারও আগে, প্রায় সাত বছর ধরে ছোট পর্দায় জয় ও কুসুমকে একসঙ্গে দেখা যায়নি। এই সময়ে অভিনয়ের পাশাপাশি বড় পর্দার কাজেও মনোযোগ দেন কুসুম।
দীর্ঘ সময় পর আবার একসঙ্গে কাজ করার অনুভূতি জানিয়ে স্মৃতিচারণ করেন জয়। তিনি বলেন, “কুসুমের অভিনয়জীবনের শুরুর নাটকের সহশিল্পী ছিলাম আমি। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। এতদিন পর আবার একই প্রজেক্টে অভিনয় করা নিঃসন্দেহে দারুণ একটি অভিজ্ঞতা হবে।”
দর্শকদের জন্য এই পুনর্মিলন যে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই যায়। ‘পাপকাহিনি ২’–এ দীর্ঘ বিরতির পর জয়–কুসুমের এই ফিরে আসা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
