অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রমনা কালী মন্দিরের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল আলম শিমুল একাধিক মামলার আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে গত ৩ জানুয়ারি এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন ফরম বাতিল করেন।
পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।