ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের তথ্য অধিদপ্তর (পিআইডি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সব ইলেকট্রনিক মিডিয়াকে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী পরিস্থিতি সংক্রান্ত একটি সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত সংক্রান্ত বিষয়ে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, যা সঠিক নয়। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশন জানায়, উক্ত তথ্য বিভ্রান্তিকর ও অসত্য।
এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুরোধে তথ্য অধিদপ্তর সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলসহ ইলেকট্রনিক মিডিয়াগুলোকে ওই সংবাদ স্ক্রল আকারে প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুল তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ক্ষুণ্ন করতে পারে। তাই সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে নির্বাচন কমিশনের ঘোষিত ও যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।
