ডেস্ক রিপোর্ট,

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্টে সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা—তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি থাকায় বাংলাদেশের এই সিদ্ধান্তে টুর্নামেন্টের আয়োজনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো অংশগ্রহণকারী দেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্দিষ্ট ভেন্যুতে খেলতে না চাইলে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড ও আয়োজকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়।

এই পরিস্থিতিতে আইসিসির সামনে কয়েকটি বিকল্প রয়েছে। বাংলাদেশের অনুরোধ বিবেচনায় নিয়ে ম্যাচগুলোর ভেন্যু সহ-আয়োজক শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো নিরপেক্ষ দেশে সরিয়ে নেওয়া হতে পারে। এছাড়া সূচি পুনর্বিন্যাস করে একই গ্রুপের অন্য ম্যাচের সঙ্গে সমন্বয়ের পথও খোলা আছে।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দিলে বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করতে পারে আইসিসি। তবে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এলে টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব ও আয়োজক প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়বে, যা আইসিসির জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের অবস্থান চূড়ান্ত হলে বিশ্বকাপের আয়োজন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। টুর্নামেন্ট শুরুর আগে দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে আইসিসির সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *