সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অস্ত্রের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের পর গত দুই মাস ধরে ব্যাটালিয়নের ৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়।


এরই অংশ হিসেবে গতকাল ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ছয় মাসে এ ব্যাটালিয়ন ৬টি বিদেশি পিস্তল ও ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগজিন আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, চোরাকারবারিরা যত নতুন কৌশলই অবলম্বন করুক না কেন, অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *