বিশেষ,প্রতিনিধি কামরুল ইসলাম

উনছিপ্রাং আল-মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ (পুরাতন মাদ্রাসা)-এর বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমডি শাহ জালাল (MD Sha Jalal)।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত মান্যগণ্য ব্যক্তিবর্গের সম্মিলিত উদ্যোগে সম্মাননা স্মারক হিসেবে তাকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

বার্ষিক সভায় স্থানীয় আলেম-ওলামা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার দ্বীনি শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *