অবৈধ পার্কিং উচ্ছেদে সক্রিয় পাবনা জেলা ট্রাফিক পুলিশ
মোঃ মনিরুজ্জামান মুন্না
পাবনা শহরে দীর্ঘদিন ধরেই যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ পার্কিং, যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ বাজার ও ফুটপাত দখলের কারণে শহরের প্রধান সড়কগুলোতে চলাচল ব্যাহত হচ্ছে প্রতিদিন।
এ অবস্থায় আজ পাবনা জেলা ট্রাফিক পুলিশের একটি টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সড়কের ওপর ও নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ট্রাফিক পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চালানো হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের সড়কে শৃঙ্খলা ফিরবে।
পাবনা জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকলে নগরবাসী আরও সুচারুভাবে চলাচলের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
