বিমানে বোমা হামলাসহ যাত্রীদের যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে অতি দ্রুত নিরাপদে রক্ষা করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক) প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিরাপত্তা মহড়া আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গত
৭ জানুয়ারি ২০২৬ (বুধবার) কক্সবাজার বিমানবন্দরে “এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬” শীর্ষক একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় হাইজ্যাক, বোমা হামলাসহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়।

উক্ত মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে মহড়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি L-410 বিমান, একটি AW-139 উদ্ধারকারী হেলিকপ্টার, মহড়া সংশ্লিষ্ট বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক), বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, এপিবিএন, আনসার, সিভিল সার্জন, ও জেনারেল হাসপাতালের মেডিকেল টিম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর সমূহে In Aid Civil Power এর আওতায় নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিমানবন্দর সমূহে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছেন।
